কি কাজে লাগে : os মডিউল ব্যবহার করে আমরা ডিরেক্টরি পরিবর্তন করতে পারি , ডিরেক্টরি তে রাখা ফাইলের নাম পরিবর্তন করতে পারি , কোন প্লাটফর্ম ব্যবহার করছি তা জানতে পারি। শুধু মাত্র ২-৩ লাইন কোড লিখে হাজার হাজার ফোল্ডার বানাতে পারি। এমনকি আমার প্রিয় গানটা ও প্লে করতে পারি। তাহলে দেখে নেই কিভাবে করবো। ওসি মডিউলে নিয়ে কাজ করতে গেলে আগে মডিউল ইম্পোর্ট করে নিতে হবে এভাবে , import os আমি এখন কোন ডিরেক্টরি তে আছি আগে এইটা দেখি। os.getcwd() ডিরেক্টরি পরিবর্তন করতে হলে , os.chdir('path_name') path_name = কোন পথ এ যেতে চান os.name দিয়ে কোন প্লাটফর্মে আছেন তার তথ্য পাবেন। ভ্যালু গুলা এভাবে দেখতে পাবেন ‘posix’, ‘nt’, ‘os2’, ‘ce’, ‘java’, ‘riscos’. os.uname() দিলে সিস্টেম ডিপেন্ডেন্ট সকল ইনফরমেশন দেখাবে। ‘posix’, ‘nt’, ‘os2’, ‘ce’, ‘java’, ‘riscos’ এগুলা কি তা একটু গুগল করে গুগলের সাথে বন্ধুত্ব বাড়াতে পারেন 😋. os.mkdir("folder_name") এই কমান্ড দিয়ে একটি মাত্র ফোল্ডার বানাতে পারবেন। ফোল্ডারটি তৈরি হবে যে ডিরেক্টরি তে আপনি...
Comments
Post a Comment