Skip to main content

Posts

Showing posts from April, 2017

Sales Target & Sales Commission

Definition of Sales Target: A sales target is a sales tool that enables you to easily measure and estimate your opportunity contribution to your sales goal. Types Of Sales Target: Sales targets by product Sales targets by market segment Sales targets by region Sales targets by profit Sales Target Strategies: keep existing customers (e.g. a customer rewards program) attract new customers (e.g. marketing and advertising) sell more to existing customers (e.g. up-sell). A realistic sales target is often based on a solid marketing strategy.  You can help your sales staff achieve their targets by generating qualified leads and brand awareness from your marketing activities. Sales Target Allocation: Group wise target allocation Individual target allocation Sales Person Contribution: If more than one sales persons are working together on an order, then contribution (%) should be set for each Sales Person. Total % Contribution for al

জ্যাঙ্গো নিজে নিজে শিখতে পারছি না , কি করবো?

অনেক সময় এমন পোস্ট আমি এফবি এর বিভিন্ন গ্রুপ এ দেখেছি। জ্যাঙ্গো লিখতে গেলে আমার মনে হয় , অনলাইন এ অনেক অনেক ভাল টিউটোরিয়াল আছে।  জ্যাঙ্গো এর নিজের ই ভাল ডকুমেন্টেশন আছে। কিন্তু  ডকুমেন্টেশন দেখে না বুঝলে ভালো একটা টিউটোরিয়াল দেখতে হবে ইউটুবে আছে অনেক ।  ওইটিউটোরিয়ালে  যা যা করছে তা নিজেকে  করতে হবে। যেমন যদি আপনি ভিডিও টিউটোরিয়াল দেখেন তাহলে শুধু ভিডিও দেখলে হবে না।  ভিডিও তে যা যা  করছে  তা নিজে কে ও করতে হবে।  নিজে করতে গেলে  অনেক সমস্যা আসবে এবং  সমস্যা থেকেই অনেক কিছু শেখা  হয়ে যাবে ।  ভিডিও টিউটোরিয়াল বা কোর্স শেষ  হলে নিজে নিজে একটা প্রজেক্ট প্ল্যান করে প্রজেক্ট বানাতে হবে।  তাহলেই অনেক ধারণা এসে যাবে। এটা  শুধু জ্যাঙ্গো এর জন্য না সব কিসুর জন্য।  তবে সমস্যাই অবশ্যয় আসবে তক্ষন সবার আগে গুগল কে একবার আস্ক করতে হবে।  গুগল থেকে উত্তর না পেলে কারো  থেকে হেল্প নেওয়া যায়।  আসলে কিছু জিনিস আছে যা অন্যের কাছ  থেকে শেখার থেকে নিজে নিজে শিখতে গেলে আর একটু বেশি শেখা যায় ।  একটার উত্তর খুঁজতে যেয়ে হয়তো আপনি অন্য আর একটা প্রব্লেমের উত্তর পেয়ে যেতে পারেন।  আমি বলছি  না যে অন্যের কাছ থেকে

পাইথনে os মডিউল

কি কাজে লাগে :        os মডিউল ব্যবহার করে আমরা ডিরেক্টরি পরিবর্তন করতে পারি , ডিরেক্টরি তে রাখা ফাইলের নাম পরিবর্তন করতে পারি , কোন প্লাটফর্ম ব্যবহার করছি তা জানতে পারি।  শুধু মাত্র ২-৩ লাইন কোড লিখে হাজার হাজার ফোল্ডার বানাতে পারি।  এমনকি আমার প্রিয় গানটা ও প্লে করতে পারি। তাহলে দেখে নেই কিভাবে করবো। ওসি মডিউলে নিয়ে কাজ করতে গেলে আগে মডিউল  ইম্পোর্ট করে নিতে হবে এভাবে , import os আমি এখন কোন ডিরেক্টরি তে আছি আগে এইটা দেখি। os.getcwd() ডিরেক্টরি পরিবর্তন করতে হলে , os.chdir('path_name')  path_name = কোন পথ এ যেতে চান os.name দিয়ে কোন প্লাটফর্মে আছেন তার তথ্য পাবেন। ভ্যালু গুলা এভাবে দেখতে পাবেন   ‘posix’, ‘nt’, ‘os2’, ‘ce’, ‘java’, ‘riscos’. os.uname() দিলে সিস্টেম ডিপেন্ডেন্ট সকল ইনফরমেশন দেখাবে। ‘posix’, ‘nt’, ‘os2’, ‘ce’, ‘java’, ‘riscos’ এগুলা কি তা একটু গুগল করে গুগলের সাথে বন্ধুত্ব বাড়াতে পারেন 😋. os.mkdir("folder_name") এই কমান্ড দিয়ে একটি মাত্র ফোল্ডার বানাতে পারবেন।  ফোল্ডারটি তৈরি হবে যে ডিরেক্টরি তে আপনি আছেন  মানে  os.getcwd() দিলে যে ডির