Skip to main content

জ্যাঙ্গো নিজে নিজে শিখতে পারছি না , কি করবো?

অনেক সময় এমন পোস্ট আমি এফবি এর বিভিন্ন গ্রুপ এ দেখেছি।

জ্যাঙ্গো লিখতে গেলে আমার মনে হয় , অনলাইন এ অনেক অনেক ভাল টিউটোরিয়াল আছে।  জ্যাঙ্গো এর নিজের ই ভাল ডকুমেন্টেশন আছে। কিন্তু  ডকুমেন্টেশন দেখে না বুঝলে ভালো একটা টিউটোরিয়াল দেখতে হবে ইউটুবে আছে অনেক ।  ওইটিউটোরিয়ালে  যা যা করছে তা নিজেকে  করতে হবে। যেমন যদি আপনি ভিডিও টিউটোরিয়াল দেখেন তাহলে শুধু ভিডিও দেখলে হবে না।  ভিডিও তে যা যা  করছে  তা নিজে কে ও করতে হবে।  নিজে করতে গেলে  অনেক সমস্যা আসবে এবং  সমস্যা থেকেই অনেক কিছু শেখা  হয়ে যাবে ।  ভিডিও টিউটোরিয়াল বা কোর্স শেষ  হলে নিজে নিজে একটা প্রজেক্ট প্ল্যান করে প্রজেক্ট বানাতে হবে।  তাহলেই অনেক ধারণা এসে যাবে। এটা  শুধু জ্যাঙ্গো এর জন্য না সব কিসুর জন্য।  তবে সমস্যাই অবশ্যয় আসবে তক্ষন সবার আগে গুগল কে একবার আস্ক করতে হবে।  গুগল থেকে উত্তর না পেলে কারো  থেকে হেল্প নেওয়া যায়।  আসলে কিছু জিনিস আছে যা অন্যের কাছ  থেকে শেখার থেকে নিজে নিজে শিখতে গেলে আর একটু বেশি শেখা যায় ।  একটার উত্তর খুঁজতে যেয়ে হয়তো আপনি অন্য আর একটা প্রব্লেমের উত্তর পেয়ে যেতে পারেন।  আমি বলছি  না যে অন্যের কাছ থেকে একবারে শেখা  যাবে না , অবশ্যই যাবে কিন্তু সেটা নিজে চেষ্টা করার আগে না এবং যখন আপনার হাতে একদমই  সময় নেই প্রজেক্ট ডেলিভারি দিতেই হবে কাল এমন পরিস্থিতি ছাড়া ।
জ্যাঙ্গো আহামরি কিছু  না যে এতো সহজে হার মেনে নিবেন।  একটা টপিক একবার পড়ে  বুঝতে পারেন নি তো কি হইসে ২ বার  পড়ুন ৩ বার  পড়ুন।  সবাই ১০ দিনে জিনিসটা  শিখে আমি না হয় ১৫ দিনে শিখলাম।  তাই বলে হতাশ হবার কিছু  নেই।
আমি কিছু লিংক দিচ্ছি আপনার সুবিধার জন্য :

১. ভিডিও টিউটোরিয়াল 
২. django girl tutorial
৩. বাংলায় জ্যাঙ্গো


 কম্পিউটার সায়েন্স এ নিজে নিজে শেখাটা একটা অসম্ভব প্রয়োজনীয় দক্ষতা। আমরা সবাই নিজে নিজে শিখতে পারি কিন্তু নিজে শিখতে গেলে যে ধর্য্য আর কিছু বাড়তি সময় লাগে  এটা আমার সবাই  দিতে চাই না।

সবার ই নিজের শুধুমাত্র নিজস্ব কিছু  কৌশল থাকে কোনো জিনিস রপ্ত করার।  ওই কৌশলটা খুঁজে বের করতে হবে। বের  করতে হবে আমি কি করলে নিজে নিজে শিখতে  পারবো।  এমন অনেক জিনিশ  আপনার শেখা লাগতে পারে যে জিনিশ  আপনার আশে পাশে কেউ জানে না তখন কি করবেন ?


    

Comments

Popular posts from this blog

How to set auto save in Sublime text editor

1. Press Ctrl+Shift+P 2 Package install/install package 3.Search autosave 4. Click to install 5. Go to Preference -> Package setting -> Auto Save -> Settings User 6. Paste the code   // Auto save default setting { "auto_save_on_modified": true, "auto_save_delay_in_seconds": 1, "auto_save_all_file": true, "auto_save_current_file": "", "auto_save_backup": false, "auto_save_backup_suffix": "autosave" } 7. Save the file, close the file and finally done :) .

STL streamstring

এটি একটি স্ট্যান্ডার্ড টেম্প্লেট লাইব্রেরী । কি কাজে লাগে এটা ? হ্যাঁ , মাঝে মাঝে আমাদের প্রব্লেম সল্ভ এর জন্য একটা স্ট্রিংকে ভেঙ্গে আলাদা স্ট্রিং বানানোর প্রয়োজন পরে তখন এই পাপী টাকে কাজে লাগে। header : #include <sstream>     stringstream ss; //declare korlam   string s; //main string   string n; //new string   ss<<s;  //ss er moddhe rakhlam   while(ss>>n)  {//vanglam  cout<<n<<endl; } এভাবে লিখলে বুঝবা while(ss>>n){ //kisu nai loop ar moddhe} cout<<n<<endl; লাস্ট এর ওয়ার্ড টা প্রিন্ট হবে ।     আবার স্ট্রিং থেকে int এ নিতে গেলে ও এটা কাজে লাগাতে পার ।   ধর তোমার কাছে same to you 100 নামে একটা স্ট্রিং আছে । ১০০ কে int এ কনভার্ট করা লাগবে । তখন কি করবা ?? আগের প্রসেস এ ভেঙে নিয়ে তারপর    stringstream _in;    int Y;    _in<<n;    _in>>Y;  // অস্থির ভাব...

পাইথনে os মডিউল

কি কাজে লাগে :        os মডিউল ব্যবহার করে আমরা ডিরেক্টরি পরিবর্তন করতে পারি , ডিরেক্টরি তে রাখা ফাইলের নাম পরিবর্তন করতে পারি , কোন প্লাটফর্ম ব্যবহার করছি তা জানতে পারি।  শুধু মাত্র ২-৩ লাইন কোড লিখে হাজার হাজার ফোল্ডার বানাতে পারি।  এমনকি আমার প্রিয় গানটা ও প্লে করতে পারি। তাহলে দেখে নেই কিভাবে করবো। ওসি মডিউলে নিয়ে কাজ করতে গেলে আগে মডিউল  ইম্পোর্ট করে নিতে হবে এভাবে , import os আমি এখন কোন ডিরেক্টরি তে আছি আগে এইটা দেখি। os.getcwd() ডিরেক্টরি পরিবর্তন করতে হলে , os.chdir('path_name')  path_name = কোন পথ এ যেতে চান os.name দিয়ে কোন প্লাটফর্মে আছেন তার তথ্য পাবেন। ভ্যালু গুলা এভাবে দেখতে পাবেন   ‘posix’, ‘nt’, ‘os2’, ‘ce’, ‘java’, ‘riscos’. os.uname() দিলে সিস্টেম ডিপেন্ডেন্ট সকল ইনফরমেশন দেখাবে। ‘posix’, ‘nt’, ‘os2’, ‘ce’, ‘java’, ‘riscos’ এগুলা কি তা একটু গুগল করে গুগলের সাথে বন্ধুত্ব বাড়াতে পারেন 😋. os.mkdir("folder_name") এই কমান্ড দিয়ে একটি মাত্র ফোল্ডার বানাতে পারবেন।  ফোল্ডারটি তৈরি হবে যে ডিরেক্টরি তে আপনি...